• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

জনগণের দেশটা জনগণের কাছে ছেড়ে দেন : গয়েশ্বর

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটা জনগণের দেশ। জনগণের দেশটা জনগণের মতো চলতে দেন, জনগণের দেশটা জনগণের কাছে ছেড়ে দেন। এটা রাজতন্ত্রের দেশ না। রাজা-রাজা ‍যুদ্ধ করে পরাজিত হলে আরেক রাজা আসে। প্রজারা প্রজার জায়গায় থাকে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মানববন্ধনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রতিবেদনে সরকারের পেট খারাপ হয়ে গেছে। ‘আল জাজিরার ঘটনা নিয়ে এতটা পেট খারাপ হওয়ার কথা তো না আপনাদের। কারণ আপনাদের হজম শক্তি কম না। অনেক কিছু হজম করেছেন। এটা তো হজম করতে পারবেন। এটা তো লক্ষ ঘটনার একটা ঘটনা মাত্র। এটাতে মাথা খারাপ হওয়ার এতো কী হলো? আমি বলব- এসব গলাবাজি, চাপাবাজি ছেড়ে সঠিকভাবে আপনি মোকাবিলা করেন। প্রমাণ করে দেন যে, আল জাজিরা যা বলছে এটা সঠিক না, সত্য না মিথ্যা। এই কাজটুকু করতে এত কষ্ট কেন?’

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন,  ‘জিয়াউর রহমান বীর উত্তম, সেই বীর উত্তমকে বলব সবচেয়ে উত্তম জিয়াউর রহমান। সবচেয়ে বেশি শহীদ হয়েছে তার ‘‘জেড ফোর্স’’ থেকে। সবচেয়ে বেশি পাকিস্তানি সেনাবাহিনী পরাস্ত হয়েছে তার ফোর্স থেকে, সবচেয়ে বেশি খেতাব পেয়েছেন ‘‘জেড ফোর্সে’’ যারা ছিলেন যারা।’

জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করেননি বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানের মৌলিক অধিকারগুলো আপহোল্ড করেছেন। অর্থাৎ গণতন্ত্রে তিনি পরিপূর্ণতা এনেছেন, সকল স্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া তিনি চালু করেছেন, সংবাদপত্র প্রকাশ করার অবাধ সুযোগ করে দিয়েছেন। সব মাপকাঠিতে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, সেই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জিয়াউর রহমান সবসময় থেকেছেন, সাহসের সঙ্গে থেকেছেন।

গয়েশ্বর বলেন, ‘এখনো সময় আছে চাটুকারদের কাছে থেকে দূরে থাকেন। দেশের জনগণের চোখের দিকে তাকান, চোখের ভাষা বোঝেন, তাদের মনের কথা বোঝেন। সেইভাবে গণতন্ত্রের পথে ফিরে আসুন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য স্বেচ্ছায় পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আপনার ১৩ বছরের কর্মফল জনগণকে যাচাই করার সুযোগ দিন।’

সংগঠনের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে মানববন্ধনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ইসলামী ঐক্য জোটের ভাইস চেয়ারম্যান শওকত আমীন প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:০৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪২ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৩ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১৬ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩৩ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!