• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

সাকিব ফেরায় স্বস্তি বাংলাদেশ দলে

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : চোটের কারণে বিশ্বকাপের মাঝপথে ছিটকে যান সাকিব আল হাসান। ছিলেন না ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রাম টেস্টে। আশার ব্যাপার হলো, চোট কাটিয়ে ফিরেছেন সাকিব। ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁর ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরেও।

কিন্তু, আজ দলের অনুশীলনে শুরুতেই দেখা যায়নি সাকিবকে। দুপুরের দিকে হঠাৎ দেখা মেলে তাঁর। ইনডোরে তখন অনুশীলনে ব্যস্ত বাকিরা। ইনডোরে ঢুকেই তাড়াহুড়ো করে বোলিং শুরু করে দেন সাকিব।

নেটে তখন স্পিন বোলিং করছিলেন নাঈম হাসান। তাঁকে মোকাবিলা করছিলেন মুমিনুল হক। সাকিব ইনডোরে গিয়ে শুরুতে স্পিন কোচের সঙ্গে হালকা কথা সেরে নেন। এরপর নাঈমের সঙ্গেই শুরু করেন বোলিং অনুশীলন। অনুশীলনে বেশ সাবলীলই মনে হয়েছে দেশ সেরা অলরাউন্ডারকে।

সাকিব ফেরায় নিশ্চিতভাবে বদল আসছে টিম কম্বিনেশনে। সে ক্ষেত্রে চার জন বোলার এবং সাত জন ব্যাটসম্যান নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আজ শুক্রবার তেমনটাই আভাস দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক।

সাকিবকে পাওয়ার স্বস্তি নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘সাকিব দলে এলে একটু সহজ হয়। এখন পর্যন্ত সাকিবের সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। তিনি আসায় আমরা চার বোলার, সাত ব্যাটসম্যান নিয়ে খেলব।’

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আগামীকাল শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ মাঠে গড়াবে সকাল ১০টায়।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান সিরিজের শেষ ম্যাচ এটি। এর আগে সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে মিরপুর শেরেবাংলায় দ্বিতীয় টেস্ট শুরু করবে মুমিনুল হকের দল।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!