এনবি নিউজ : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৬০ জন। এসময়ে একজন মারা গেছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানা যায়। আর এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩২০ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৪০ জন। আর এই মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৪১ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৩৮ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছে ১ হাজার ৩১৪ জন, আর বাকি ৪২৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪ হাজার ৮২২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৩০ জন।
এ টি