• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

কুষ্টিয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ সংবাদটির পাঠক ১ জন

 

এনবি নিউজ : কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র আওয়ামী লীগ ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে খোকসা বাজারে এ ঘটনা ঘটে।
এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।

পরে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পেছন থেকে হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা চালায়।

তবে, এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যায়। স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা তার এক কর্মীকে মারধর করে। এতে উত্তেজনা সৃষ্টি হয়। তার লোকজন কোনো সংঘর্ষে জড়াননি।

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করেন। উল্টো প্রতিপক্ষের হামলায় তার তিন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, ‘হামলাকারীরা পেছন থেকে হঠাৎ হামলা চালায়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি ঠিক আছি। এ ছাড়া হামলায় এক পুলিশ সদস্য আহত হন।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!