• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের অনুমতি পাবে না

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ সংবাদটির পাঠক ১ জন

৯টি বিভাগীয় গণসমাবেশ শেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এ জন্য দলটি ১৫ নভেম্বর ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অনুমতি চেয়ে চিঠি দিয়েছে।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বৈঠকে নেতাদের বলেছেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশ করতে দেওয়া হবে না। রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে সমাবেশ করতে কাউকে দেওয়া হবে না।

বৈঠকে দেশের ৫টি পৌরসভার মেয়র ও ৫১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক সংকট ও সরকারবিরোধী অপপ্রচার নিয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র জানায়, এ সময় প্রধানমন্ত্রী নেতাদের উদ্দেশে বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এ অপপ্রচার চালাচ্ছে বিএনপি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত এক নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি বড় জমায়েত করবে তাতে আপত্তি নেই। তারা সোহরাওয়ার্দী উদ্যানে করুক। দলীয় কার্যালয়ের সামনে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ হাজার লোক ধরবে। তাদের বেশি লোকের প্রস্তুতি, সে জন্য সোহরাওয়ার্দী উদ্যান কেন নয়?

বৈঠক সূত্র জানায়, ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার ইচ্ছা সরকারের নেই। সহযোগিতার মানসিকতা থেকেই সরকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে চায়।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী জানান, ছয় মাস স্বাভাবিকভাবে চলার মতো সবকিছুই সরকার মজুত রেখেছে। আগামী বছরের জানুয়ারিতে ডলার–সংকট কেটে যাবে। আর মার্চ-এপ্রিলে অর্থনীতি স্বাভাবিক হয়ে আসবে। আমদানি ও রপ্তানির মধ্যে সমন্বয় করছে সরকার। বিলাসদ্রব্যের আমদানি কমিয়ে আনা হয়েছে। হুন্ডি (অবৈধ পথে অর্থ পাঠানো) বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজ করা এবং প্রণোদনা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে। এসব বিষয় দেখভালের জন্য বাংলাদেশ ব্যাংকে তিন সদস্যের একটা কমিটি করা হয়েছে বলে জানান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!