• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

বিএনপি পুঁটি মাছের মতো লাফালাফি করছে: তথ্যমন্ত্রী

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ সংবাদটির পাঠক ৩ জন

এনবি নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘শীতকালে যেমন সাইবেরিয়া থেকে শীতের পাখিরা এসে আমাদের এখানে ধান খেয়ে মোটাতাজা হয়ে চলে যায়, বিএনপি ওই শীতের পাখির মতো। পাঁচ বছর খবর নেই, নির্বাচন যখন আসে তখন শীতের পাখির মতো আসে। এই শীতের পাখিদের আর সুযোগ দেওয়া যাবে না। এখন সমাবেশের নামে পিকনিক পার্টি করছে বিএনপি।’

হাছান মাহমুদ বলেন, ‘বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। পুকুরের বড় মাছগুলো কিন্তু লাফালাফি করে না। লাফালাফি করে পুঁটি মাছ। বিএনপি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল কিন্তু পুঁটি মাছকে খেয়ে ফেলবে।’

আজ সোমবার দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় সমাবেশের তিন আগে থেকে সেখানে পিকনিক শুরু করে দেন বিএনপি নেতাকর্মীরা। ওই সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক করেছেন তারা। সমাবেশে ঘিরে সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু সাহেব বলেছেন, “আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। ফ্ল্যাটগুলোতে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন”।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনি বারবার বলছেন খেলা হবে। গতবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনে আপনাকে হারিয়েছেন রমেশ চন্দ্র সেন। সেসময় রমেশ চন্দ্র একাই আপনাকে আউট করেছিলেন। শুধু একবার না, আপনাকে পাঁচবার পরাজিত করেছেন তিনি। এবারও এমনভাবে পরাজিত হবেন আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলবো না। এখন থেকে আপনাদের সঙ্গে খেলবে ছাত্রলীগ। চাইলে যুবলীগও খেলতে পারে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি সফুরা বেগম রুমি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রমুখ।

এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০০ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!