মাসুদ রানা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আগামীকাল ( ১৭ মার্চ ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের জন্য উন্নত মানের খাবার বিতরনসহ নানাকর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ মার্চ সকাল সাড়ে ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন। সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু আত্মজীবনী, স্বাস্থ্য খাত নিয়ে ভাবনা এবং স্বাস্থ্য খাতে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠান। সকাল ১১ টায় শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও কেক কাটা হবে।
এছাড়া, হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত মানের খাবার দেওয়া হবে। উন্নত মানের খাবারের মধ্যে রয়েছে- পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোরমা, মুরগির রেজালা, সালাত ও আপেল।