এনবি নিউজ ডেস্ক : বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে , খাদ্যপণ্যের উচ্চ মূল্য নিয়ে প্রতিবেদন ভাইরাল হওয়ার পর বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রের একজন সাংবাদিককে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা’ সংবাদ প্রকাশের অভিযোগ আনা হয়েছে।শামসুজ্জামান শামস নামে দৈনিক প্রথম আলোর ওই সাংবাদিককে গ্রেপ্তারের এক দিন পর আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।
২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে শামসুজ্জামানের ওই প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নের’ অভিযোগ আনা হয়েছে।
বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদআউট বর্ডারস গত বছর বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশকে ১৬২তম অবস্থানে রেখেছে। এই অবস্থান রাশিয়া ও আফগানিস্তানের চেয়ে নিচে।
শামসুজ্জামান যে পত্রিকায় কাজ করেন, সেটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি প্রভাবশালী দৈনিক। শামসুজ্জামানকে কত দিন কারাগারে থাকতে হবে, তা এখনো স্পষ্ট নয়।