পরে স্টেশনের বাইরে এলাকাবাসীর উদ্দেশে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। এলাকাবাসীকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা বাংলাদেশে অনেক কম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা করোনা পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছি। তাই আপনারা সবাই করোনার টিকা গ্রহণ করুন।’
আনিসুল হক আরও বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন তাহলে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’
উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. আবু সাঈদ, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম প্রমুখ। এ সময় শতাধিক ব্যক্তি ও সংগঠন ফুলেল শুভেচ্ছাসহ মন্ত্রীকে স্বাগত জানান।
করোনা পরিস্থিতির শুরুর প্রায় এক বছর পর আজ আইনমন্ত্রী আনিসুল হক তাঁর নির্বাচনী আসন আখাউড়ায় আসেন।