রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন এক নারী। পরে বানু বেগম নামের ওই নারী জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে ঘটনা জানালে মোহাম্মদপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নিহত শামীম মিয়া (৪০) আচার বিক্রির পাশাপাশি জমি বেচাকেনায় মধ্যস্থতা করতেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে বানু বেগম ৯৯৯ নম্বরে কল করে স্বামীকে হত্যা করার কথা জানালে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গত ৭ মে শামীম মিয়াকে বিয়ে করেন গ্রেপ্তার বানু বেগম। ২ জুন তারা রায়েরবাজারের সাদেক খান রোডের একটি বাড়ির নীচতলায় ভাড়াটে হিসেবে ওঠেন।
বানু বেগম প্রথম স্বামী মৃত্যুর পরে শামীমকে বিয়ে করেন। শামীমের গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। সেখানে তার প্রথম স্ত্রী এবং তিন সন্তান রয়েছে।
ওসি আবুল কালাম আজাদ বলেন, “ভাড়া বাসায় ওঠার পর থেকেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলছিল।
“বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে বানু বেগম নিজ হাতে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন বলে ৯৯৯ এ ফোন করে জানান। এরপর পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।”
শামীমের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।