এনবি নিউজ : ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে মনোনীত ভর্তি–ইচ্ছুকদের তালিকা প্রকাশিত হয়েছে। মনোনীত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম আজ সেমবার (৩ জুলাই) থেকে শুরু হয়ে চলবে ৯ জুলাই পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তিতে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ মার্চে। ভর্তি পরীক্ষায় যাঁরা ৪০ বা তদূর্ধ্ব নম্বর পেয়েছেন, তাঁদের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছেন।
প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজগুলোয় এমবিবিএস কোর্সে নিজ অর্থায়নে (সাধারণ কোটা ও মুক্তিযোদ্ধা কোটা) ভর্তির জন্য স্বয়ং ছিল সফটওয়্যারের মাধ্যমে মেধা ও পছন্দক্রম অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নে পরবর্তী সময় কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করা হয়েছে।
ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীদের ৩ থেকে ৯ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইনে আবেদনে উল্লিখিত পছন্দের উর্ধ্বক্রমানুসারে অটো মাইগ্রেশনের মাধ্যমে অন্য মেডিকেল কলেজে বদলির সুযোগ থাকবে।
বেসরকারি মেডিকেল কলেজগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া চলমান থাকায় উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা পরবর্তী সময় জানানো হবে। এ ছাড়া কলেজভিত্তিক নির্বাচিত নিজ অর্থায়নে ভর্তি–ইচ্ছুক দেশি শিক্ষার্থীগণের তালিকা ও ভর্তিসংক্রান্ত তথ্য স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজ থেকে জানা যাবে।