• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় বিসিবি

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : তামিম ইকবালের অবসরের পর অনেকেই দুষেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) হুট করেই অবসর নেন তামিম। তার এমন সিদ্ধান্তে সবাই হতবাক। দেশসেরা ওপেনারের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল রাত ১০টায় জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে গতকাল রাত ১২টার পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিমের আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়ে বিসিবি প্রধান বলেন, ‘আমাদের জন্য একেবারেই অপ্রত্যাশিত। খুব অবাক হয়েছি, অপ্রত্যাশিত ছিল। ম্যাচের তিনদিন আগেই তামিমের সঙ্গে কথা হয়েছে। গতকাল ম্যাচ শুরুর আগেও কথা হয়েছে। আমার পক্ষে বোঝার কোনো উপায় ছিল না যে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।’

গতকাল দুপুরে তামিম সংবাদ সম্মেলন করেন। এর আগে সকাল থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গেছেন পাপন। এমনকি সংবাদ সম্মেলনের পরেও চেষ্টা করেছেন যোগাযোগ করতে।

বিসিবি সভাপতি এ ৪প্রসঙ্গে গতকাল বলেছিলেন,  ‘সকাল থেকে তামিমকে ট্রাই করছি। ওকে পাচ্ছি না। তখন নাফিস ইকবালের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করি। সেও বলে, দেখছি। নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই ৫টা ২০-এর দিকে দিকে। সেটা ছিল, তামিম আগে এই সিরিজটা ক্যাপ্টেন হিসেবে শেষ করুক। দ্বিতীয় মেসেজ, তার মতো একজন লিজেন্ডারি ক্রিকেটারের এভাবে অবসর নেওয়া ঠিক না। পরেরটা ছিল, তামিমকে এখনও দলে আমাদের দরকার। কিন্তু, নাফিসের কাছ থেকেও এখনও কোনো ফিরতি জবাব পাইনি।’

এ ছাড়া সবার মতো বোর্ডপ্রধানও চান তামিম ফিরে আসুক। সেই প্রসঙ্গে পাপন বলেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। সে আমাদের কাছে কোনো রিজাইন লেটার পাঠায়নি। আমরা চাই সে ফিরে আসুক। আপাতত নতুন কিছু নিয়ে ভাবছি না। ওয়ানডেতে সহ-অধিনায়ক আছে। অধিনায়ক না থাকলে সহ-অধিনায়ক যিনি তিনি দেখবেন। তবে আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য তামিমকে চাই।’

পাপনের ওপর অভিমান করে তামিম বিদায় নিয়েছেন কিনা এমন প্রশ্নে বোর্ড প্রধানের জবাব, ‘তামিমের সঙ্গে কথা না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারছি না। আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে। আমরা কথা বলে সমাধানে আসার চেষ্টা করব। একটা সিরিজ চলছে। সে সাধারণ খেলোয়াড় নয়, অধিনায়ক। অধিনায়ক এভাবে হুট করে বিদায় নিতে পারে না।’

বিসিবিপ্রধান আরও যোগ করেন, ‘সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ। এবারেই আমরা প্রথম সবাই একসঙ্গে বিশ্বাস করতে শুরু করেছি, বাংলাদেশ ভালো কিছু করবে। এই পরিস্থিতিতে তামিমের সিদ্ধান্ত পুরো দলে বাজে প্রভাব ফেলা শুরু করেছে ইতোমধ্যে। আমার ধারণা এটা একটা ইমোশনাল সিদ্ধান্ত হয়েছে। যদিও সে বলেছে, এটা একদিনের সিদ্ধান্ত নয়। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। কিছু একটা ফ্যাক্টর তো আছে। তামিম এখনও দলে গুরুত্বপূর্ণ এবং ওকে আমাদের দরকার। আমাদের কাছে এখনও ক্যাপ্টেন তামিম ইকবাল।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!