মাসুদ রানা : হাসপাতালের বিছানায় তিন বছরের সন্তান ইব্রাহিমকে নিয়ে বিষণ্ন মনে বসে ছিলেন মা রুবি বেগম। তাঁর এমন উদ্বেগের কারণ হাসপাতালে ভর্তির পর সন্তানের রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা বুধবার অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। আট বছর বয়সের বড় ছেলেকে বাসায় রেখে ছোট ছেলেকে নিয়ে সাত দিন ধরে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্তানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও কবে ঘরে ফিরতে পারবেন, তা নিশ্চিত নন তিনি।
রুবি বেগমের সন্তানের মতো আরও ৮১ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুগদা হাসপাতাল চিকিৎসাধীন। এদের মধ্যে ছয় মাসের শিশুও রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভর্তি রোগীদের প্রায় এক-চতুর্থাংশই শিশু। প্রতিনিয়তই শিশুদের নিয়ে অভিভাবকেরা হাসপাতালে আসছেন। অর্ধেকের মতো শিশুকে তাঁরা ভর্তি করছেন।