এনবি নিউজ ডেস্ক : অপ্রাপ্তবয়স্ক বা ১৮ বছরের নিচের কেউ লিভ ইন সম্পর্কে থাকতে পারবে না। এটা কেবল অনৈতিক নয়, অবৈধও। এক মামলার শুনানি চলাকালে গত বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট এমন পর্যবেক্ষণ দিয়েছেন।
একসঙ্গে থাকার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ১৭ বছর বয়সী আলী আব্বাস ও তাঁর সঙ্গী ১৯ বছর বয়সী সালোনি যাদব। এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে গত বুধবার সেই মামলার শুনানি ছিল। বিচারপতি বিবেক কুমার বিড়লা ও বিচারপতি রাজেন্দ্র কুমারের বেঞ্চ তাঁদের আবেদন খারিজ করে রায়ে এই পর্যবেক্ষণ দিয়েছেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, একত্রবাস (লিভ ইন) সম্পর্কে থাকার বেশ কয়েকটি শর্ত আছে। এ ক্ষেত্রে দুজনকেই প্রাপ্তবয়স্ক হতে হবে। তাঁদের বিয়ের বয়স না হলেও অন্তত ১৮ বছরের বেশি বয়স হতে হবে। একজন শিশু লিভ ইন সম্পর্কে থাকতে পারে না। এটা কেবল অনৈতিক নয়, তা অবৈধও।
দুই বিচারপতির এই বেঞ্চ আরও বলেছেন, ১৮ বছর বয়সের কম বয়সী একজন ছেলে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার জন্য সুরক্ষা চাইতে পারেন না। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল চাইতে পারেন না। আইন এটা অনুমোদন করে না। তাই তাঁদের লিভ ইন সম্পর্কে থাকার ব্যাপারে অনুমতি দেওয়া যায় না। এটা অবৈধ।