এনবি নিউজ : সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে জানানো হয়, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী দুদিন তেমন পরিবর্তন নেই। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা আরও বাড়বে। তবে দেশে দুটি বিভাগে হালকা বৃষ্টিপাতের আভাস রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাদেশের কোথাও কোথাও ভোর থেকে হালকা কুয়াশাও পড়বে। কোথাও ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় নদীবন্দরগুলোতে সতর্কতা দেখাতে হবে না
আজ মঙ্গলবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
এ টি