এনবি নিউজ : ইনজুরি কাটিয়ে ফিরলেন লিওনেল মেসি। আর মেসির ফেরা মানেই যেন ইন্টার মায়ামির জয়।
কিন্তু ব্যতিক্রম হলো এবার। সিনসিনাটির কাছে ১-০ গোলে হেরে মেজর লিগ সকারে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল মায়ামি। এই মৌসুমে কেবল দুটি ম্যাচ আছে আর তাদের।
হ্যামস্ট্রিং চোটের কারণে টানা পাঁচ ম্যাচ খেলতে পারেননি মেসি। এই ম্যাচে খেলেছেন যদিও বদলি হিসেবে। মাঠে নেমেছেন ম্যাচের ৫৫ মিনিটে। তখনো খেলায় গোলশূন্য সমতা ছিল। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে জয়সূচক গোলটি পায় সিনসিনাটি। তাতেই শেষ হয়ে যায় মেসিদের প্লে-অফ খেলার স্বপ্ন।
এই হারে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলর ১৪’তে আছে মায়ামি। শেষ দুই ম্যাচে জিতলেও প্লে-অফ খেলা হবে না তাদের। যদিও সেই দুই ম্যাচে মেসি খেলবেন কি না সেটাও অনিশ্চিত। কেননা ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ১৮ ও ২১ অক্টোবর। শেষের আগের ম্যাচটি সময় জাতীয় দলের হয়ে খেলতে ব্যস্ত থাকবেন মেসি। ২০২৪ সালে ফেব্রুয়ারির শেষ দিকে আবারও মায়ামির হয়ে খেলতে দেখা যাবে তাকে।