এনবি নিউজ : দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টা পর রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক দোকান।
নরসিংদী ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে পশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস আরও জানায়, বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
ব্যবসায়ীরা জানায়, এরই মধ্যে তাদের কাপড়ের দোকান পুড়ে গেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করে।