• বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

ইসরায়েলের দুটিসহ ৩ জাহাজে হুতির হামলা

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ সংবাদটির পাঠক ৩ জন

লোহিত সাগরের দক্ষিণাংশে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের মালিকানাধীন দুটিসহ তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা ওই এলাকায় দু’টি ইসরায়েলি জলযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।খবর রয়টার্স ও এবিসির।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড রবিবার জানায়, হুতিদের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর মার্কিন যুদ্ধজাহাজ কার্নি বিপদ সঙ্কেতে সাড়া দিয়েছে এবং সহযোগিতা করেছে।

ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, তাদের নৌবাহিনী সশস্ত্র ড্রোন ও নৌ-ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামের দু’টি ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে। হামলার শিকার অপর বাণিজ্যিক জাহাজটির নাম সোফি-২, এটি পানামার পতাকাবাহী। ধারনা করা হচ্ছে এটিও ইসরায়েলের মালিকানাধীন।

সতর্ক সঙ্কেত দেয়ার পর ইসরায়েলি জাহাজগুলো তা অগ্রাহ্য করায় সেগুলোকে লক্ষ্যস্থল করা হয় বলে হুতিদের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।

গণমাধ্যমে সম্প্রচারিত এক বিবৃতিতে হুতি মুখপাত্র বলেন, ইয়েমেনি জনগণের দাবিতে সাড়া দিয়ে হামলাগুলো চালানো হয়েছে। এটি মুসলিম জাতিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়ানোর একটি আহ্বান।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধজাহাজ কার্নি বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করেছে এবং তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

তবে মার্কিন যুদ্ধজাহাজটিকে লক্ষ্যস্থল করা হয়েছিল কি না, তা পরিষ্কার হয়নি। হুতিদের হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্যের প্রতি হুমকি বলে মন্তব্য করেছে মার্কিন বাহিনী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৪৪ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:০০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৩ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:২৫ অপরাহ্ণ
    এশা রাত ৬:৪১ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!