শিক্ষাধ্বংসের ‘জাতীয় শিক্ষাক্রম-২০২১’ বাতিলের দাবিতে নোয়াখালীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের টাউন হলের মোড়ে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী।
এসময় দাবি বাস্তবায়নের আহবান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার, এডভোকেট আবু ওবায়েদ দিদার, নোয়াখালীর সংগঠক মুনতাহার প্রীতি বক্তব্য রাখেন।
এতে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ‘জাতীয় শিক্ষাক্রম-২০২১’ বাতিলের দাবি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন।