আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার নেতারা।
রোববার দুপুরে নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে ‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’ শীর্ষক স্লোগানে বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখা আয়োজিত বিশ^ মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা এ দাবি তোলেন।
আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশন নোয়াখালী জেলা শাখার সভাপতি জাহিদুর রহমান শামীমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত উল্যাহ সেলিম, সিনিয়র সহসভাপতি মাওলানা মমিনুল হক, উপদেষ্টা দৈনিক সচিত্র নোয়াখালীর প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন, নোয়াখালী পৌরসভার কাউন্সিলর ও মানবাধিকার নেতা আবুল খায়ের সোহাগ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবদুর জলিল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও মানবাধিকার পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। বিশ্বের গণতান্ত্রিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, বিভিন্ন পর্যায় পেরিয়ে গণতন্ত্র কয়েকটি দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর ধারাবাহিকতায় গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের দাবি জানান বক্তারা। এছাড়া সংগঠনের সবাইকে নির্যাতিত-নিপিড়িত মানুষের মানবাধিকার লঙ্ঘন সনাক্তকরণ, ঘটনার তথ্য সংগ্রহ-বিশ্লেষণ ও প্রকাশে আরো যতœবান হওয়ার আহব্বান জানান।