• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড একাদশকে হারিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ সংবাদটির পাঠক ২ জন

টপ অর্ডারের৩ ব্যাটারের ফিফটিতে জয় পেয়েছে টিম টাইগার। ইনিংসের শেষদিকে ঝড় তুলেছিলেন রিশাদ হোসেন। সবমিলিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে একশো রানের আগে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ভালই লড়াই করেছে স্বাগতিকরা। ২৬ রানের জয়ে মূল সিরিজের আগে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

বৃহস্পতিবার লিনকনে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে। ইনিংস সর্বোচ্চ ৮৭ রান করেন রিশাদ হাসান। জবাবে ৪৯ ওভার ২ বলে ৩০৮ রান করে নিউজিল্যান্ড একাদশ।

বড় লক্ষ্য তাড়া করতে শুরুতেই পথ হারায় নিউজিল্যান্ড। বাংলাদেশের পেসারদের দারুন শুরুর পর জয় পেল টাইগাররা। শুরুতেই ৪ উইকেট হারিয়ে প্রতিরোধ গড়ে কিউইরা। অর্ধশতক করেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল। ৯০ বলে ৯২ রান করা পোপলি বোল্ড হন আফিফের বলে। এরপর সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ৭৭ বলে ১১ চার ও দুটি ছক্কায় ৮৯ রান করেন তিনি।

শেষে ২৬ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন জই ফিল্ড। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। দুটি করে উইকেট নেন হাসান এবং আফিফ।

এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে টাইগাররা।

ম্যাচে টপ অর্ডারের চারজন ব্যাটার ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেও এদিন ব্যর্থ ছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ও আফিফ হোসেন দ্রুতই সাজঘরে ফিরেছেন। তাদের বিদায়ের পরও বাংলাদেশ দল বড় সংগ্রহ পেয়েছে রিশাদ হোসেনের ঝড়ো ব্যটিংয়ে। তিনি সাতে নেমে ৫৪ বলে করেন ৮৭ রান।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!