দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে পরিবর্তনের লক্ষ্যে এবং উন্নয়নের স্বার্থে ট্রাক মার্কায় ভোট চেয়েছেন সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক পেয়ে তাৎক্ষণিক সাংবাদিকদের সামনে নিজের অবস্থান তুলে ধরেন শাহিন।
শিহাব উদ্দিন শাহিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক আগ থেকেই সদর-সুবর্ণচরের মানুষ এখানে তাদের প্রতিনিধির পরিবর্তন চেয়ে স্থানীয় নেতৃত্ব থেকে প্রতিনিধি নির্বাচন করতে চাচ্ছেন। সেই লক্ষ্যে জনগনের প্রত্যাশার প্রেক্ষাপটে আমি দলের কাছে মনোনয়ন চেয়েছি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাঁর প্রতিশ্রুতি র্ব্যক্ত করে বলেছেন, জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। কাজেই এ নির্বাচনে জনগণ স্বাধীনভাবে তাদের ভোট দেবে।’ নির্বাচনকে উৎসবমুখর করতে আমাদের দলের মধ্য থেকে যেকেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন, এতে দলের কোন বাঁধা থাকবে না। প্রার্থীরা নিজ নিজ যোগ্যতা বলে জিতে আসবে। দলীয় এমন নির্দেশনায় আমি ট্রাক মার্কা নিয়ে নির্বাচনে লড়ছি।
শাহিন বলেন, সদর-সুবর্ণচরের মানুষের স্বপ্ন বাস্তবায়নের সময় এসেছে। তারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বহিরাগত হটিয়ে নিজেদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ট্রাক মার্কায় ভোট দিয়ে স্থানীয় নেতৃত্ব নির্বাচন করবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, এখানকার আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের অবস্থান কোন প্রতীকের বিরুদ্ধে নয়, ব্যক্তির বিরুদ্ধে। অপশাসন, চাকুরি বাণিজ্য, টেন্ডার বাজি, একক আদিপত্যের বিরুদ্ধে। আমরা চাই জনগনের রায় নিয়ে নোয়াখালী-৪ আসন হবে একটি শান্তির জনপদ। এই আসনকে মডেল নির্বাচনী এলাকা বাস্তবায়নে আমি কাজ করে যাবো।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের’সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।