টানা ২ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ টেস্টে সান্ত্বনার জয় পেতে উদগ্রীব শান মাসুদের দল। সিডনি টেস্টের একদিন আগে (মঙ্গলবার) স্বাগতিকদের বিপক্ষে নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
বুধবার (৩ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টে একাদশে ২ পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনার ইমাম উল হকের জায়গায় অভিষেক হচ্ছে বাঁহাতি ব্যাটার সাইম আইয়ুবের। এ ছাড়া পেসার শাহিন শাহ আফ্রিদির জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার সাজ্জাদ খান।
এদিকে, অস্ট্রেলিয়ার হয়ে নিজের শেষ টেস্ট খেলতে বুধবার মাঠে নামছেন ডেভিড ওয়ার্নার। জুনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছিলেন ওয়ার্নার। তার সে চাওয়া পূর্ণ করতে পুরোদমে প্রস্তুত অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘মেলবোর্নে খেলা একই স্কোয়াড রাখা হয়েছে সিডনি টেস্টের জন্যও। আমরা (পাকিস্তানকে) হোয়াইট ওয়াশ করার চেষ্টা করবো। ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচ ও তার বর্ণাঢ্য ক্যারিয়ার আমরা হোম গ্রাউন্ডে উদযাপন করতে চাই।’
পাকিস্তান একাদশ
সাইম আয়ুব, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, সাজ্জাদ খান, হাসান আলি, মীর হামজা ও আমের জামাল।
অস্ট্রেলিয়া একাদশ
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।