• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

ছিন্নমূল মানুষকে কম্বলের উষ্ণতায় জড়ালেন পরাজিত প্রার্থী

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ সংবাদটির পাঠক ১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে পরাজিত হয়েও শীতের তীব্রতা বাড়ায় কম্বলের উষ্ণতায় ছিন্নমূল মানুষকে জড়িয়ে নিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় বোর্ড মেম্বার ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে মাইজদী ও সোনাপুর রেলস্টেশন, সোনাপুর বাসস্ট্যান্ড এবং জেলা শহর মাইজদী, সোনাপুর, দত্তের হাটের ফুটপাতে ঘুরে ঘুরে সহস্রাধিক ছিন্নমূল, অসহায় শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও নিজ ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন শাহিন।

শিহাব উদ্দিন শাহিন সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়াই করেছিলেন।

কম্বল বিতরণের সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের সহকারী পরিচালক আবদুল করিম, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় বোর্ড মেম্বার ও জেলা ইউনিটের সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন নোয়াখালী শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। যে কারণে আমরা গভীর রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো।

এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। দিনের বেলায় তারা পেটের দায়ে বিভিন্ন জায়গায় থাকে বলে রাতের বেলায় খুঁজে খুঁজে তাদের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও নিজ ব্যক্তিগত উদ্যোগে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!