• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

যেই দল আছে তা নিয়েই লড়াইয়ের আশা শরিফুলের

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪ সংবাদটির পাঠক ২ জন

আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকার গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা এবার কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ দলের খেলোয়ারদের।

মিরপুর মাঠে রবিবার (১৪ জানুয়ারি) থেকেই কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অনুশীলন করছে দলটি। সেদিন কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন তার লক্ষ্যের কথা। সোমবারও (১৫ জানুয়ারি) করেছে অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দলটির পেসার শরিফুল ইসলাম। নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে কোচ সুজনের কথারই পুনরাবৃত্তি করলেন শরিফুল।

এ সময় গেল বছরের পারফর্ম ধরে রাখার কথা জানান বাংলাদেশের এই তারকা পেসার। একইসঙ্গে ফিট থেকেই খেলতে চান এই পেসার, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। চেষ্টা থাকবে সেই ফর্মটা ধরে রাখতে। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’

কাগজে কলমে ঢাকার দলটা খুব একটা তারকা নির্ভর নয়। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে যে দলই আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, ‘আলহামদুলিল্লাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিল্লাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।’

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিপিএল সাহায্য করবে বলেই বিশ্বাস শরিফুলের, ‘অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে, নতুন কিছু করতে। প্রথমত বিপিএল-এ আমাদের লক্ষ্য থাকবে সুপার ফোরে উঠা। যদি তা নিশ্চিত করতে পারি তারপর ফাইনাল চিন্তা করব।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!