সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব এখন ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট। অথচ একটা সময় দুজনে ছিলেন একে অপরের ভাল বন্ধু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব। সেই সাথে দ্বিতীয়বারের মতো এমপি হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। দুজনকে অভিনন্দন জানানোর বিষয়ে কথা বলেছেন তামিম।
তিনি বলেন, আমার সাথে এখনো দুজনের কারো সাথেই দেখা হয়নি। যদি দেখা হয়, অবশ্যই কথা হবে। তখন দেখা যাবে কি হয়”
ভবিষ্যতে তামিম নির্বাচন করবেন কিনা এই বিষয়েও গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেন,এইটা খুব রিস্কি একটা কথা। আমি না বললাম, দেখা গেল দশ বছর পর হইলো তখন তো দেখাই দেবেন আমি না বলছিলাম। আমার বর্তমানে এমন কোনো প্ল্যান নেই”
গণমাধ্যমে বেশ কয়েকবার বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাকিব। গুঞ্জন আছে, মাশরাফীও বিসিবি প্রেসিডেন্টের পদে আসতে চান। তামিমেরও এমন কোনো পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে জানতে চাইলে দেশসেরা ওপেনার বলেন, “আমার এইসবে কোনো কিছু না। আপনি জানেন না, ভবিষ্যতে আপনাকে কে কোথায় নিয়ে যায়। যদি আল্লাহ আমার কপালে ওরকম কোনোকিছু লিখে থাকে তাহলে ওইটা এমনিতেই হয়ে যাবে। আমি জোড় করে চেয়ে তো নিতে পারবো না। তাই দেখা যাক”