দশম বিপিএলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে ফরচুন বরিশাল। তারকায় ঠাসা দল নিয়েও প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে বসেছে তারা। এই পরিস্থিতির মাঝেই দলটির খেলা পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ব্যক্তিগত কারণে আর বিপিএলে ফিরছেন না। তার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজিটি আরো দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে শতক হাঁকানো আহমেদ শেহজাদকে দলে নিয়েছে বরিশাল। বরিশাল জানিয়েছে, ‘আগামীকাল সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন শেহজাদ। এই ওপেনারের সঙ্গে বাঁ-হাতি পেসার আকিফ জাভেদও আসছেন বরিশালের হয়ে খেলতে।’
শেহজাদকে নিয়ে অবশ্য বরিশালের লাভ হচ্ছে। অধিকাংশ বিদেশি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় পুরো সময় খেলছেন না। কিন্তু শেহজাদ এবার পিএসএল দল পাননি, পুরো বিপিএল খেলতে সমস্যা নেই তার।
পিএসএলে এবার দল না পাওয়ায় আবেগে অবসর নিয়েছেন শেহজাদ। পাকিস্তান সুপার লিগে তাকে দলে না নিতে ফ্র্যাঞ্চাইজিগুলো হাত মিলিয়েছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। এমন ষড়যন্ত্রের অভিযোগ তুলে আহমেদ শেহজাদ একটি বিবৃতিও প্রকাশ করেন।
সেই সঙ্গে জানান তিনি আর পিএসএলে খেলবেন না, ইচ্ছাকৃতভাবে তাকে কোনো দলই নেয়নি। তাই পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন ৩২ বছর বয়সী এ ব্যাটসম্যান।