• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

জেলায় জেলায় সুইমিংপুল নির্মাণের দাবি ডিসিদের : ক্রীড়া মন্ত্রী

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ২ জন

জেলা প্রশাসকদের সম্মেলনের প্রথম দিনে যুব ও ক্রীড়ামন্ত্রী বলেছেন, ডিসিদের পক্ষ থেকে যেই প্রস্তাবনাগুলো এসেছে, তার মধ্যে অন্যমত হলো সুইমিংপুল নির্মাণ। এছাড়া তারা আধুনিক স্টেডিয়াম নির্মাণের কথা বলেছেন। আমরা তাদের আশ্বস্ত করেছি বিষয়গুলো আমরা পর্যালোচনা করবো।

রবিবার (৩ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে তিনি এই কথা বলেন।

যুব ও ক্রীড়ামন্ত্রী বলেন, সুইমিংপুল নির্মাণটা বেশ ব্যয় সাপেক্ষ। এটির নিয়মিত রক্ষণাবেক্ষণও করতে হয়। সেই বিষয়টিই স্মরণ করে দিয়েছেন মন্ত্রী। তার মতে, আধুনিক স্থাপনা করার পর সেটার পরিচর্যা না করা হলে কোনো লাভ নেই।

তিনি বলেন, সামনের দিকে আরো অনেক মাঠ হবে। তবে শুধু মাঠ করলেই হবে না, মাঠের পরিচর্যা এবং সেখানে আয়োজন করার বিষয়টি নজরে রাখতে হবে জেলাপ্রশাসকদের।

পাপন বলেন, আমাদের কিন্তু বহু স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো আমাদের ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। স্থাপনাগুলো পরিচর্যার পাশাপাশি সেখানে নিয়মিত খেলার আয়োজনের মধ্যে দিয়ে সেটি টিকিয়ে রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম আমরা করছি। এরই মধ্যে অনেক মাঠ করা হয়েছে এবং সেগুলোতে খেলাধুলা চলছে। আরও মাঠ হচ্ছে সামনে। কিন্তু মাঠ শুধু করলেই হবে না, সেটা দেখাশুনা, মাঠের পরিচর্যা এবং সেখানে নিয়মিত খেলা হচ্ছে কিনা সেই বিষয়গুলো নজরে রাখতে হবে।’

ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার চর্চা বাড়ানোর দিকেও নজর দিয়েছেন মন্ত্রী, ‘আমরা ডিসিদের বলেছি যে ক্রিকেট তো একটা অবকাঠামোর মধ্যে চর্চা হচ্ছেই কিন্তু অন্যান্য যেসব খেলা রয়েছে যেমন ফুটবল, হাডুডুর মতো জনপ্রিয় খেলাগুলো ঠিক ভাবে চালিয়ে যেতে হবে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৩:৫৭ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৫:১৯ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৫৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ৩:১৯ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৬:৩১ অপরাহ্ণ
    এশা রাত ৭:৫৩ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!