• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন

বাবার মৃত্যুবার্ষিকীতে শেন ওয়ার্নের মেয়ের আবেগঘন চিঠি

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৭ জন

থাইল্যান্ডে মাত্র ৫২ বছর বয়সে শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর ২ বছর পূর্ণ হয়েছে সোমবার (৫ মার্চ)। মৃত্যুর এই দিনটিতে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারকে স্মরণ করেছেন তার সাবেক সহকর্মী ও ভক্তরা। বাবাকে স্মরণ করে একটি আবেগঘন চিঠি লিখেছেন শেন ওয়ার্নের মেয়ে ব্রুকও। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

ওয়ার্নের ৩ সন্তানের মধ্যে সবার বড় ব্রুক। মৃত বাবার উদ্দেশে তিনি লিখেছেন, ‘আজ ২ বছর হয়ে গেল তুমি নেই বাবা। তোমাকে ছাড়া কত দ্রুতই ২ বছর কেটে গেল। আমাদের সঙ্গে তুমি শিশুদের মতো আচরণ করতে, আমাদের সাথে পিকি ব্লাইন্ডারের নতুন সিজন নিয়ে আলাপ করতে। তুমি বাড়িতে এলে পরের সিজন আরা একসঙ্গে দেখব। তোমাকে ছাড়া জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না বাবা। তুমি বেচে থাকলে নিশ্চই আমাদেরকে নিয়ে গর্ব করতে। তোমার কথা খুব মনে পড়ছে। তোমাকে ভালোবাসি বাবা।’

২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে শেন ওয়ার্নকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বন্ধু এবং ব্যবসায়িক অংশীদার অ্যান্ড্রু নিওফিতো তার মরদেহটি প্রথমে দেখেন। দুজন একসঙ্গে একটি আড্ডা ও রাতের খাবার খাওয়ার কথা ছিল সেদিন। অচেতন ওয়ার্নের কোনো সাড়া না পাওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।

ওয়ার্নের ম্যানেজমেন্ট সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘তাকে অচেতন অবস্থায় নিজের ভিলায় পাওয়া গেছে। মেডিকেল কর্মীদের সর্বোচ্চ চেষ্টার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

ওয়ার্নের ম্যানেজার জেমস এরকসাইন জানিয়েছিলেন, ফক্স ক্রিকেটের সঙ্গে পুরো গ্রীস্মে অ্যাশেজ নিয়ে ব্যস্ত থাকার পর ৩ মাসের ছুটিতে গিয়েছিলেন ওয়ার্ন। ছুটি কাটাতে গিয়েছিলেন থাইল্যান্ডে।

ওয়ার্নের মৃত্যুর খবরে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ‘আমরা সবাই ওয়ার্নকে দেখে বড় হয়েছি। তাকে আদর্শ মেনেছি। আমাদের সবার দেওয়ালে তার পোস্টার ছিল। তার কানে ছিল দুল।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!