নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা করেছে নোয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ডাক্তার বাজার বঙ্গবন্ধু স্মৃতি সংঘে বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম পারভেজের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা মো.কামাল উদ্দিন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজিম উদ্দিন, কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম, নোয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম পারভেজ।
এতে ইউনিয়ন ছাত্র লীগ নেতা রাশেদ উদ্দিনেন সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা মো. শাহীন, মাহমুদুর নবী রায়হান, যুবলীগ নেতা জামসেদ হোসেন, রাশেদ উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ১৮ মিনিটের ভাষণে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের জন্য দেশবাসীকে প্রন্তুতি নিতে বলা হয়েছিল। ওই ভাষণে সামরিক শাসন ব্যবস্থা প্রত্যাহার করে জনগনের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের চাপ সৃষ্টি করা হয়। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নেয়। সকল বাঙালীকে ৭ মার্চের ভাষণের তাৎপর্য ধারণ ও লালন করার আহবান জানান বক্তারা।