• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

ফাইনালে বাংলাদেশের সামনে ভারত

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৪ জন

গত মাসেই ঢাকায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। টাইব্রেকারের পর টস কাণ্ডে সেই টুর্নামেন্টে প্রথমে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে সৃষ্টি হওয়া ঝামেলা মেটাতে যুগ্ম শিরোপা দেওয়া হয়েছিল দুই দলকেই। এক মাস পর সাফের আরেকটি নারী টুর্নামেন্টে দুই দলই এককভাবে শিরোপা চায়। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ (রবিবার) মুখোমুখি হবে বাংলাদেশ–ভারত। কাঠমান্ডুতে বাংলাদেশ সময় বিকেল সোয়া ৩টায় ম্যাচটি শুরু হবে।

গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে ভারতকে হারিয়েছিল। ফলে ফাইনালে মানসিকভাবে খানিকটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু বিষয়টি নিয়ে সেভাবে ভাবছেন না, ‘ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যেকোনো কিছু হতে পারে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’

এক মাস আগে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ফাইনালের চেয়ে স্মরণীয় আর কিছু হতে পারে না। সেই ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশ সমতা এনেছিল। পরবর্তীতে টাইব্রেকারে দুই দলই করে ১১ গোল এবং এরপর ম্যাচ কমিশনারের টস কাণ্ড। শেষমেশ যুগ্ম শিরোপা দিয়ে টুর্নামেন্টের ইতি টানা হয়।

এই টুর্নামেন্টেও নির্ধারিত সময় খেলা ড্র থাকলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়াবে। তাই গতকাল অনুশীলনে পেনাল্টি প্র্যাকটিস করেছে দুই দলই। ভারতের কোচ বিবি থমাস লিগ পর্বের হারের ভুলত্রুটি সংশোধন করে কাপ জিততে চান, ‘সবাই ফাইনালে খেলার জন্য প্রস্তুত আছি। তবে শঙ্কা হলো ছোট ভুল নিয়ে। আশার কথা সেটা মেয়েরা বুঝতে পারছে।’


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!