• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন

৮ মাসের প্রেম : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ মার্চ, ২০২৪ সংবাদটির পাঠক ৫ জন

কাউছার মিয়ার সঙ্গে আট মাস প্রেম স্কুলছাত্রীর। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় হোটেলে নিয়ে দেখা করতেন প্রেমিক। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রেমিককে বিয়ের জন্য চাপ দেন ওই ছাত্রী। কিন্তু নানা অজুহাতে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন প্রেমিক। ফলে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন ওই স্কুলছাত্রী। কাউছার তাকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেন ওই ছাত্রী।

রোববার (২৪ মার্চ) দুপুরে হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের পূর্ব রুপসংকর গ্রামে এ ঘটনাটি ঘটে। তবে প্রেমিকের মায়ের নির্যাতনের শিকার হয়েছেন ওই স্কুলছাত্রী। প্রেমিক কাউছার মিয়া উপজেলার পূর্ব রুপসংকর গ্রামের কাছাই মিয়ার ছেলে। তিনি এক্সকেভেটর চালক। ওই স্কুলছাত্রী মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন।

স্কুলছাত্রী জানান, কাউছার মিয়ার সঙ্গে ৮ মাসের প্রেমের সম্পর্ক তার। বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় হোটেলে গিয়ে দেখা করতেন প্রেমিক। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্কুলছাত্রী প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু কাউছার নানা অজুহাতে বিয়ে করতে অপারগতা প্রকাশ করেন।

তিনি আরো জানান, বাধ্য হয়ে কাউছারের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করতে গেলে তার মা তাকে মারধর করে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যান।

অভিযুক্ত প্রমিক কাউছার ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

শ্রমিক নেতা বাচ্চু মিয়া বলেন, বিষয়টি যেহেতু শ্রমিকের তাই সমাধান করার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি।

স্থানীয় মিরপুর ইউপি চেয়ারম্যান শামীম আহমদ বলেন, বিষয়টি শুনেছি। এলাকার মুরুব্বিদের নিয়ে বিষয়টি আলোচনা করে কোনো একটা সমাধানের চেষ্টা করব।

সহকারী পুলিশ সুপার আবুল খায়ের বলেন, বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!