• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন জাবেদ-পিন্টু প্যানেল জয়ী

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ সংবাদটির পাঠক ১৪ জন

নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন প্রত্যক্ষ ভোটে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে মাহমুদুর রহমান জাবেদ-আবদুল ওয়াদুদ পিন্টু প্যানেল পূর্ণ জয়লাভ করেছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিক উল্যাহ আক্তার মিলন ও সংরক্ষিত চারটি সদস্যপদ সজল রক্ষিত, মো. দিদারুল আলম, নিলুফা মমিন ও সাবরিনা মাহজাবিন জয়ন্তী বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়।

প্রত্যাক্ষ ভোটে সহসভাপতি পদে মো. মাহমুদুর রহমান জাবেদ, মো. ইসমাইল, আহসান উল্যা হুমায়ুন, সামছুল হাসান মীরন, যুগ্ম সম্পাদক পদে বাসক কান্তি সরকার, একেএম শাহাজাহান হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মহি উদ্দিন টুকন নির্বাচিত হয়।

এছাড়াও ১৪ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হন- নাজমুস সাকিব পারভেজ, সালেহ আহমেদ বাবুল, প্রতাপ ভট্ট, আবু তাহের, ইকবাল হোসেন, ইকবাল বাহার আজাদ, জহির উদ্দিন কিসমত, তাউছ মো. বেনী আমিন চৌধুরী, মো. শাহেদুল করিম কিরণ, বেলায়েত হোসেন রয়েল, মাহমুদ হোসেন, রেদোয়ানুল কবির, মো. আলা উদ্দিন ও মো. ওহিদ উল্যা।

চার বছর মেয়াদি জেলা ক্রীড়া সংস্থার এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ও প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক কাউসার মিয়া।

নির্বাচন শেষে জাবেদ-পিন্টু প্যানেলের বিজয়ী ক্রীড়া সংগঠকদের অভিনন্দন জানান জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৮ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৭ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৪ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!