সারা দেশের মতো অব্যাহত তাপপ্রবাহে হাঁসফাঁস খাচ্ছে নোয়াখালীর মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তীব্র গরমে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন রিকশা চালকরা। যার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সঙ্গে কমছে প্রাত্যহিক আয়-রোজগারও। এমন পরিস্থিতিতে রিকশাচালকদের কষ্ট লাঘবে নোয়াখালীতে ছাতা, স্যালাইন ও শীতল পানি বিতরণ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ২ শতাধিক রিকশাচালকের মাঝে ছাতা, স্যালাইন ও শীতল পানি বিতরণ করে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী রবনা।
এ কার্যক্রম প্রসঙ্গে নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফজলে রাব্বী রবনা বলেন, তীব্র তাপদাহে নোয়াখালীর সাধারণ মানুষের দূর্বিষহ অবস্থা, সেখানে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে আমাদের রিক্সা শ্রমিকরা। এজন্য রিকসা শ্রমিকরা যেনো নির্মিগ্নে তাদের জীবন যাত্রা পরিচালনা করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র উপহার। আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় ২ শতাধিক রিকশাচালক ও পথচারীদের মাঝে এই ছাতা ও খাবার পানি বিতরণ করেছি। আমরা ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।
গরমে ছাতা, স্যালাইন ও শীতল পানি পেয়ে খুশি শ্রমজীবি এসব মানুষ।