এনবি নিউজ : আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ঘণ্টার পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অধিকাংশ জেলায় এক সপ্তাহ ধরেই দাবদাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। আর রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় মাঝারি ধরনের দাবদাহ চলছে। এই দাবদাহ অব্যাহত থাকতে পারে। তবে আগামী তিন দিনের মধ্যে দেশে বৃষ্টি হতে পারে।
পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ টি