• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

সংগীতশিল্পী নোবেলের বিরুদ্ধে মামলা ইথুন বাবুর

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ জুন, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা করেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু। গতকাল সোমবার বাদী হয়ে ঢাকা জজ কোর্টে তিনি মামলাটি করেন।

আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে জানিয়ে ইথুন বাবু বলেন, ‘আমার দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন কথা আমি কোনোদিন শুনিনি, যে কথা নোবেল বলেছে। আমি নাকি চোর? আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছে, ছেলে এমবিএ করছে। শ্রোতা ভক্তসহ সারা দেশে আমার অসংখ্য বন্ধু-শুভাকাঙ্ক্ষী আছে। নোবেলের স্ট্যাটাসের কারণে সবার কাছে আমার সম্মানহানি হয়েছে। তাই আমি এর সুষ্ঠু বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি, থানায় জিডি করার পর এবার জজ কোর্টে মামলা করলাম।’

ইথুন বাবু আরও বলেন, ‘ফেসবুকে নোবেলের করা ওই স্ট্যাটাসগুলো আমাদের সংগীতাঙ্গনের জন্য অশনি সংকেত। সিনিয়র শিল্পীদের নিয়ে বাজে সব কথা বলেছে। সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছে। আমি মনে করি, দেশের চলমান আইনে তার শাস্তি হওয়া উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নোবেল তার ফেসবুক পেজ থেকে দেশের স্বনামধন্য একাধিক শিল্পীকে নিয়ে মানহানিকর স্ট্যাটাস দেন। এক স্ট্যাটাসে ইথুন বাবুকে চোর বলে আখ্যায়িত করেন এই গায়ক। লেখেন, ‘ইথুন বাবু একটা চোর। অন্যের গান নিজের নামে চালায় দিসে’। তারই ফলশ্রুতিতে গত ২৩ মে নোবেলের বিরুদ্ধে হাতিরঝিল থানায় জিডি করেন ইথুন বাবু। তখনই তিনি জানিয়েছেন, নোবেলের বিরুদ্ধে মামলা করবেন।
এ টি


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!