এনবি নিউজ : বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বক্তব্য সংবিধান বিরোধী, চরম নারী বিদ্বেষী, বৈষম্যমূলক ও কুৎসিত বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
আজ সোমবার জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ কথা বলেন।
তারা বলেন, জানাজায় অংশগ্রহণ করা বা না করার সঙ্গে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের বিষয় সম্পর্কিত নয়। জাসদ নেতারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে তাদের এ কুৎসিত সুপারিশ প্রত্যাহারের আহ্বান জানান।
এটি