পরীমনি মামলা করার পর এদের মধ্যে ব্যবসায়ী নাসির ও অমিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পরীমনির অভিযোগ, গত ৮ জুন রাতে অমি তাকে তুরাগ নদীর তীরের ওই বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন। আর নাসির তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালিয়েছিলেন।
পরীমনি অভিযোগ তোলার পর তুমুল আলোচনার মধ্যে সোমবার রাতে ঢাকা বোট ক্লাব ক্লাবের কার্যনির্বাহী কমিটি জরুরি বৈঠকে বসে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি, পুলিশ প্রধান বেনজীর আহমেদ।
তিনি ক্লাব থেকে তিনজনকে বহিষ্কারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে ঢাকা বোট ক্লাবের সদস্য নাসির উদ্দিন মাহমুদ (জিন্স প্যান্ট ও আকাশি রঙের শার্ট পরা)। সোমবার উত্তরা থেকে তার সঙ্গে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য বখতিয়ার আহমেদ খান এর আগে দুপুরে সাংবাদিকদের বলেছিলেন, এই ঘটনায় ক্লাব ‘মর্মাহত’ এবং এতে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নাসিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নে বখতিয়ার বলেন, মূলত গণমাধ্যমে পরীমনির অভিযোগটি প্রচার পাওয়ার পরই তারা ঘটনার বিশদ জানতে পারেন।
“সেদিন একটা ঘটনা ঘটেছিল বলে শুনেছিলাম, কিন্তু কেউ অভিযোগ না দেওয়ায় বিষয়টি গুরুত্ব পায়নি।”
সেদিন আসলে কী ঘটেছিল- জানতে চাইলে বখতিয়ার বলেন, ঘটনাটি নিয়ে ক্লাব তদন্ত করবে, এরপর সত্যটা জানা যাবে। ধারণা থেকে তিনি কিছু বলতে চান না।
ক্লাব অতিথিদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কি না- প্রশ্ন করলে তিনি বলেন, “মূলত যিনি বারে অতিথিদের নিয়ে গিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব তারই ছিল। বারের ভেতর নিরাপত্তাকর্মীদের ঢুকতে দেওয়া হয় না। সুতরাং সেখানে কী হয়েছে, সেটা তাদের জানার কথা নয়।”
বারের লাইসেন্স আছে কি না- জানতে চাইলে বখতিয়ার বলেন, “সীমিত পর্যায়ে বারের অনুমোদন রয়েছে। সেখানে শুধু পারমিটধারী সদস্যরা সেবা নিতে পারেন।”
গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরীমনি। তাতে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি। ছবি: আসিফ মাহমুদ অভি
এদিকে গ্রেপ্তারের আগে নাসির গণমাধ্যমকর্মীদের বলেন, সেদিনের ঘটনায় প্রতিবেদন ক্লাবকে দেওয়া হয়েছিল।
“পরের দিনই আমাদের ক্লাবের নিয়ম অনুযায়ী রিপোর্ট করা হয়েছে। আমাদের স্টাফরা লিখিতভাবে সমস্ত রিপোর্ট দিয়েছে।”
নাসিরের দাবি, সেদিন পরীমনি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি, তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে তাকেও আক্রমণ করেছিলেন। পরে নিরাপত্তা রক্ষীরা এসে তাকে বের করে দেয়।
অন্য দিকে পরীমনির অভিযোগ, সেই রাতে তাকে বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন অমি। পরে নাসির তাকে ধর্ষণের চেষ্টা চালান এবং মারধর করেন।