ব্যাভারিয়ার ওর্জবার্গ শহরের বার্বারোসা স্কোয়ারে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টার দিকে হামলার খবর পায় পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীর হাতে একটি বড় ছুরি রয়েছে এবং পথচারীরা তাঁকে দমনের চেষ্টা করছেন।
পুলিশ বলছে, হামলাকারী ওই সোমালি নাগরিকের বয়স ২৪ বছর। তিনি মানসিকভাবে অস্থিতিশীল ছিলেন এবং সম্প্রতি মানসিক চিকিৎসা করিয়েছিলেন। এরই মধ্যে তাঁকে হাসপাতালে ভর্তি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া তাঁর বাড়িতেও তল্লাশি করা হচ্ছে।
ব্যাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারমান সাংবাদিকদের জানিয়েছেন, যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। তাঁরা বাঁচতে পারবেন কি না, তা অনিশ্চিত।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক প্রত্যক্ষদর্শী ও হামলাকারীকে হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলতে শুনেছেন।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এর আগে হামলাকারীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলেও তিনি আগে কোনো অপরাধ বা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ছিলেন না।