প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল বা প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।
এদিকে গত ১ জুলাই থেকে ব্যাংকে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন চলছে ১টা পর্যন্ত। এ ছাড়া প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রোববার ব্যাংক বন্ধ থাকবে। বাকি চারদিন ব্যাংকের কার্যক্রম চলবে।
এদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে গত ৩১ জুলাই থেকে সাত দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপরে আবারও বিধিনিষেধ বাড়িয়ে আগামী ১৪ জুলাই পর্যন্ত করে সরকার।