বর্তমানে শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশি মুসলিমরা ওমরাহ করার সুযোগ পাচ্ছেন।
ওমরাহ পালনের সব প্রস্তুতি শেষ করতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের দুটি পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান আব্দুল রহমান আল সুদাইস।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গতবছর মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।
সাত মাস পর অক্টোবরে ফের এই কার্যক্রম শুরু হলেও শুধু দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করার অনুমতি পাচ্ছিলেন।
মহামারীর কারণে গতবারের মতো এবারও সীমিতি পরিসরে পালিত হয়েছে হজ।