এনবি নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ছিলেন। অপর ১০ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল সালাম (৭৫), সুখ রঞ্জন (৬৫), ফুলবাড়িয়ার মমতা বেগম (৪৫), হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুরের আয়েশা (৬৫) ও পাবনার অন্তিমা সরকার (৬৫)।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দার ইস্রাফিল (৫৫), ভালুকার শাহনাজ জামান (৪৫), গফরগাঁওয়ের সোহরাব (৮০), রানুজা আক্তার (৫০), গৌরীপুরের হজরত আলী (৫৪), ধোবাউড়ার মোমেনা (৪০), ফুলবাড়িয়ার আজিজুল হক (৯০) ও গাজীপুরের শ্রীপুরের রোকসানা (৫৫)।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৩৯৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ৬০ জন।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।