• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন

ডিজিটাল ডোর লকের ব্যবহার

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ মে, ২০২৩ সংবাদটির পাঠক ৭ জন

বাসা বাড়ি, অফিস, ফ্যাক্টরী, ব্যাংকে অথবা গুরুত্বপুর্ন স্থাপনায় বর্তমানে ডিজিটাল ডোর লক ব্যবহৃত হচ্ছে। ডিজিটাল ডোর লক হচ্ছে একধরনের ইলেকট্রনিক নিরাপত্তা ব্যবস্থা। যেখানে চাবিহীন পদ্ধতিতে দরজায় ইলেকট্রনিক লক স্থাপন করা হয়। অনেক ধরনের প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ, শিল্পপ্রতিষ্ঠান এবং বাসাবাড়ির দরজায় ইলেকট্রনিক পদ্ধতিতে লক স্থাপন করে সেখানের নিরাপত্তা নিশ্চিত করা হয়। তাই এটি বর্তমানে খুবই জনপ্রিয়। ডিজিটাল ডোর লকের দাম তুলনা মূলক কম হওয়ায় এখন সর্বস্তরের মানুষের জন্য এটির ব্যবহার সহজ হয়েছে। ডোর লকের দাম সহজেই জেনে নিতে পারবেন বিডিস্টল.কম থেকে।
ডিজিটাল ডোর লকের প্রযুক্তি
এখন বিভিন্ন ধরনের ডিজিটাল ডোর লক এর ব্যবহার লক্ষ্য করা যায়। ডোর লক সিস্টেমগুলো একেক ধরনের হয়ে থাকে। যেমন –

ইলেকট্রনিক কি-প্যাড
এক্ষেত্রে একটি কি-প্যাড এর সাহায্যে পাসওয়ার্ড বা গোপন কোড নম্বর এন্টার করে প্রবেশাধিকার লাভ করা যায়। এর ফলে যারা প্রবেশাধিকার লাভ করে শুধুমাত্র তারাই কোড নম্বর দিয়ে প্রবেশ করতে পারে।

এক্সেস কার্ড
এই ব্যবস্থায় একটি কার্ডের মাধ্যমে এই ডোর লক এক্সেস করা যায়। এটি বেশিরভাগ আবাসিক হোটেল ও বৃহত্তর শিল্পপ্রতিষ্ঠানের অফিসে ব্যবহার করা হয়।

বায়োমেট্রিক পদ্ধতি
এর মাধ্যমে ব্যক্তিক বৈশিষ্ট্য অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে ডোর লক এক্সেস করতে হয়। এর কিছু উদাহরণ হলো রেটিনা স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস ডিটেকশন ইত্যাদি। এটি মূলত স্কুল কলেজ, কর্পোরেট অফিস ইত্যাদিতে ব্যবহৃত হয়ে থাকে।

মোবাইল এপ্লিকেশন
মোবাইল ফোন এপ্লিকেশন এর মাধ্যমেও ডিজিটাল ডোর লক এক্সেস করা যায়। এতে যেকোনো স্থান থেকেই এটি নিয়ন্ত্রণ করা যায়।

এসব ডিজিটাল ডোর লক সিস্টেমগুলো বিভিন্ন ধরনের দরজা যেমন –ইউপিভিসি ডোর, কাঠের দরজা, অ্যালুমিনিয়াম ডোর, গ্লাস ডোর ইত্যাদিতে ব্যবহৃত হয়।
ডিজিটাল ডোর লক এর সুবিধা:
ডিজিটাল ডোর লক ব্যবহারের অন্যতম সুবিধা হলো এটি যেকোনো স্থাপনার নিরাপত্তা প্রদান করে সঠিক ভাবে। এছাড়াও সকলের প্রবেশাধিকার নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।

• ডিজিটাল ডোর লক এর Access Control সিস্টেমের মাধ্যমে একই সাথে ডোর লক এবং Attendance System Management করা যায়।

• অননুমোদিত কারো প্রবেশ যেন না হয় সেদিকে নজর রাখা যায়।

• ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় এটি নির্ভুলভাবে ব্যক্তি শনাক্ত করতে পারে।

• এটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ফলে কোনো ধরনের ঝামেলা হয় না।

• পাসওয়ার্ড বা কোড সিস্টেম থাকায় সহজেই কেউ সেটাকে এক্সেস করতে পারে না।

• এতে চাবি ব্যবহারের ঝামেলা থাকে না এবং সহজেই এর ব্যবহার করা যায়।

• আরো উন্নতমানের ডিজিটাল ডোর লক সিস্টেমে অননুমোদিত কারো অনুপ্রবেশ লক্ষ্য করা গেলে মোবাইল ফোনে নোটিফিকেশন এর মাধ্যমে সতর্ক করে দেয়া হয়।

• বাসাবাড়িতে এ ধরনের ডোর লক ব্যবহারে চুরি হওয়া ঠেকানো সম্ভব।

• কখনো ভুলে বাসার দরজা লক না করে বেড়িয়ে গেলে পরবর্তীতে মোবাইল এপ এর মাধ্যমে তা যেকোনো স্থান থেকেই লক করা সম্ভব।

• এর মাধ্যমে বাসাবাড়ির এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়।

• ডিজিটাল ডোর লক সিস্টেম বেশি ব্যয়বহুল না হওয়ায় এর ব্যবহার সব ধরনের মানুষই করতে পারে।

পরিশেষে বলা যায়,
ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান হলো ডিজিটাল ডোর লক সিস্টেম, যা বিভিন্ন দিক থেকে আমাদের জন্য উপকারী।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!