• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে যাচ্ছেন সালাউদ্দিন

Avatar
নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ সংবাদটির পাঠক ১ জন

স্পোটর্স ডেস্ক : ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার অধীনে টানা তৃতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু ফাইনালে তার দল ফরচুন বরিশালের কাছে হেরে যায়। তা সত্ত্বেও দেশি কোচদের মধ্যে তার সাফল্য রীতিমতো ঈর্ষণীয়। তবে কোনো এক অজানা কারণে জাতীয় দলের কোচ হওয়ার প্রতি অনীহা তার।

এবার অপেক্ষা ফুরোতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে লাল-সবুজের কোচিং বহরে যুক্ত হতে পারেন সালাউদ্দিন।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই জাতীয় দলে তার কাজ করা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফিল সিমন্স। এরপরই তার সহকারী হওয়ার জন্য সালাউদ্দিনকে প্রস্তাব দেয় বিসিবি। গত বুধবারের (৩০ অক্টোবর) বোর্ড মিটিংয়েও

বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ বিসিবি।

তবে বিসিবির একজন পরিচালকের বরাতে গণমাধ্যমে ফের আলোচনায় সালাউদ্দিনের সহকারী কোচ হওয়ার বিষয়টি। গুঞ্জন আছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজেই তাকে পেতে আশাবাদী বিসিবি। যে কারণে ইতোমধ্যেই ভিসার আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই দলের দায়িত্বে তাকে দেখা যেতে পারে।

এর আগে, জাতীয় দলের হয়ে কাজ করেছিলেন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ এবং ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। তবে এখন আর সহকারী কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন দেশীয় খেলোয়াড়দের আস্থাভাজন এই কোচ।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:০৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪২ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫৩ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১৬ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩৩ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!