এনবি নিউজ : রাজধানীর কলাবাগানে খুন হওয়া ডাঃ সাবিরা রহমানের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়নাতদন্ত হয়।
মর্গে নিহতের মামাতো ভাই রেজাউল হাসান বলেন, আজিমপুর কবরস্থানে তার মৃতদেহের দাফন করা হবে। পরে পরিবারের সবাই বসে মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, সাবিরার সাথে বিভিন্ন সময় ফোনে যোগাযোগ হতো। তবে ওর বাসায় যাওয়া হতোনা কখনও।
আমার এই মুর্তুতে কাউকে সন্দেহও হচ্ছেনা। ঘাতকরা ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর তাকে আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে। আমরা অবশ্যই দোষি ব্যক্তিদের সনাক্ত ও তাদের কঠোর বিচারের দাবি করছি। তাদের এমন বিচার হোক যেনো এমন কোনো নিশংস ঘটনা আর না ঘটে।
কলাবাগানের ওই বাসায় সাবিরা থাকলেও তার দুই সন্তান নানীর বাসায় থাকে। তার বাড়ি কুমিল্লাতে।
এদিকে ময়নাতদন্তের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ মোহাম্মদ মাকসুদ।
এ/আর/