সাগর হোসেন : রাজধানীর শিশু হাসপাতালে প্রতিদিনই ঢাকা ও সারাদেশ থেকে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগই শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের অন্তত ৮ শতাংশই শিশু। এ মাসেই ৩ শিশুসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে।
জুলাই ও আগস্টের শুরুতে দক্ষিণ ঢাকায় আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন উত্তর ঢাকায় বেশি। শিশু হাসপাতালের তথ্য বলছে, ডেঙ্গুর হটস্পট এখন মিরপুর। ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, মোট আক্রান্তের ৮ শতাংশই শিশু।১৮ বছর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।
এদিকে শিশু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে আসা বেশিরভাগ শিশুরই অবস্থা থাকে আশঙ্কাজনক। উত্তর ঢাকায় শিশু আক্রান্তের সংখ্যা বাড়ছে উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৬টি এবং দক্ষিণের ৩০টি এলাকা ডেঙ্গুতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উত্তরা ও যাত্রাবাড়ি এলাকার। এডিস মশা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে এসেছে এ তথ্য।
ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব জানতে প্রতিবছরই বর্ষার আগে-পরে ও বর্ষা মৌসুমে তিন দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি মাসের প্রথম সপ্তাহে করা হয় মৌসুমী জরিপ। ঢাকার দুই সিটি করপোরেশনের ৯৮টি ওয়ার্ডে ১০০টি এলাকায় জরিপ করা হয় মোট ৩ হাজার স্পটে। দশ দিনের জরিপের ফলাফল বলছে দক্ষিণে ৩০টি এলাকা আর উত্তর সিটির ২৬টি রয়েছে বেশি ঝুঁকিতে।
এ মাসে এ পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আড়াইশোর বেশি শিশু ভর্তি হয়েছে। যা জুলাই মাসের চেয়ে দ্বিগুণেরও বেশি। ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার।