ভারতে মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লীগের দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামি ৯ ডিসেম্বর।
চূড়ান্ত খেলোয়াড় তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ২ ক্রিকেটার মারুফা আক্তার ও রাবেয়া খান। দুজনেরেই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এবারে নারী আইপিএলের নিলামে নিবন্ধন করেছে মোট ১৬৫ জন ক্রিকেটার। এর মধ্যে ভারতের ১০৪ জন এবং বিদেশি ৬১ জন ক্রিকেটার।
২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মারুফা ১৩ টি ম্যাচ খেলে নেন ১২ উইকেট। টাইগ্রেস বলিং আক্রমণের এখন অন্যতম ভরসার নামও মারুফা।
অন্যদিকে ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় লেগ স্পিনার রাবেয়ার। বাংলাদেশের জার্সিতে ১৪ ম্যাচ খেলে রাবেয়া নিয়েছেন ১৬ উইকেট। চলতি বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেন রাবেয়া।
নিলামে ৫টি ফ্র্যাঞ্চাইজি মোট ৩০ জন ক্রিকেটারকে কিনতে পারবেন। বিদেশি ক্রিকেটারের কোটা ৯টি। তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম গার্থও আছেন। তাদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
গত বছর নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার নাম নিবন্ধন করলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নিতে আগ্রহ দেখায়নি।