এনবি নিউজ : রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-সদয় কৃষ্ণ দাস (২৮) ও মোঃ তানভীর মাহমুদ ওরফে দৌলত (৩৫)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রতারক চক্রের সদস্য। সরকারী কর্মচারীর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার পরিচয়ে তারা প্রতারণা করে আসছিল।
ডিএমপি গোয়েন্দা শাখা (ডিবি) ওয়ারী বিভাগের অতিঃ উপকমিশনার আবু আশরাফ সিদ্দিকী মঙ্গলবার (১জুন) বিষযটির সত্যতা নিশ্চিত করেন। অভিযানের নেতৃত্ব দেয়া এ পুলিশ কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের রাজধানী উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামীরা পেশাদার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সরকারী কর্মচারীর বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছদ্মবেশ ধারন করে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছিল।
তাদের কাছ থেকে অনুমোদনবিহীন ওয়ারলেছ সেট, ভুয়া খেলনা পিস্তল ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও ডিবি ওয়ারী বিভাগ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
এ/আর/জি