এনবি নিউজ : ক্লাবের নতুন সদস্য হওয়ায় এখনই লিওনেল মেসিকে খেলোনোর ঝুঁকি নেয়নি পিএসজি। কোচ মাওরিসিও পচেত্তিনো, প্যারিসে মেসিকে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাই পরিবার নিয়ে ভিআইপি গ্যালারিতে বসেই খেলা উপভোগ করলেন আর্জেন্টাইন তারকা। গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন নেইমার, ডি মারিয়া, পারেদেসরাও। বড় তারকাদের ছাড়া অবশ্য জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। কিলিয়ান এমবাপ্পে-ইকার্দিদের দুর্দান্ত পারফরম্যান্সে স্টার্সবুর্গের বিপক্ষে জয় তুলে নিল মাওরিসিও পচেত্তিনোর দল।
গতকাল শনিবার রাতে প্যারিসের পাক দি ফ্রাঁসে লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।
দুটি গোল করেছে স্টার্সবুর্গও। তাদের হয়ে জালের দেখা পেয়েছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।
ম্যাচটির শুরুর আগে মেসির উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ। শুরুর আগে মেসিসহ পিএসজিতে আসা নতুন অতিথিদের পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এবারের দলবদল পিএসজিতে যোগ দিয়েছেন মেসি, সার্জিও রামোস, গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মারা। এর পরেই শুরু হয় মাঠের লড়াই।
ম্যাচের ৬৫ভাগ সময় বল দখলে রেখে দাপটের সঙ্গে খেলে পিএসজি। শুরুর তিন মিনিটেই গোল করে উৎসবের মাত্রা বাড়িয়ে দেন ইকার্দি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। অবশ্য ওই গোলটিতে প্রতিপক্ষের ভুল ছিল। এমবাপ্পের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তাঁর মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে।
জোড়া ধাক্কার পর ২৭ মিনিটে আরেকটি গোল খায় অতিথিরা। এমবাপ্পের অ্যাসিস্টে গোলটি করেন ড্রাক্সলার। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে স্টার্সবুর্গ। কিন্তু লাভ হলো না তাতে। শেষ দিকে সারাবিয়া আরেকবার জালে বল পাঠালে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির।