• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

মেসিকে জয় উপহার দিলেন এমবাপ্পে-ইকার্দিরা

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ৪ জন

এনবি নিউজ : ক্লাবের নতুন সদস্য হওয়ায় এখনই লিওনেল মেসিকে খেলোনোর ঝুঁকি নেয়নি পিএসজি। কোচ মাওরিসিও পচেত্তিনো, প্যারিসে মেসিকে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। তাই পরিবার নিয়ে ভিআইপি গ্যালারিতে বসেই খেলা উপভোগ করলেন আর্জেন্টাইন তারকা। গ্যালারিতে তাঁর সঙ্গে ছিলেন নেইমার, ডি মারিয়া, পারেদেসরাও। বড় তারকাদের ছাড়া অবশ্য জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। কিলিয়ান এমবাপ্পে-ইকার্দিদের দুর্দান্ত পারফরম্যান্সে স্টার্সবুর্গের বিপক্ষে জয় তুলে নিল মাওরিসিও পচেত্তিনোর দল।

গতকাল শনিবার রাতে প্যারিসের পাক দি ফ্রাঁসে লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-২ গোলে জিতেছে পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। গোল করার পাশাপাশি দুটি গোলে অবদান রেখেছেন এমবাপ্পে।

দুটি গোল করেছে স্টার্সবুর্গও। তাদের হয়ে জালের দেখা পেয়েছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।

সতীর্থদের খেলা উপভোগ করছেন মসি। ছবি : সংগৃহীত

ম্যাচটির শুরুর আগে মেসির উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ। শুরুর আগে মেসিসহ পিএসজিতে আসা নতুন অতিথিদের পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। এবারের দলবদল পিএসজিতে যোগ দিয়েছেন মেসি, সার্জিও রামোস, গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মারা। এর পরেই শুরু হয় মাঠের লড়াই।

ম্যাচের ৬৫ভাগ সময় বল দখলে রেখে দাপটের সঙ্গে খেলে পিএসজি। শুরুর তিন মিনিটেই গোল করে উৎসবের মাত্রা বাড়িয়ে দেন ইকার্দি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। অবশ্য ওই গোলটিতে প্রতিপক্ষের ভুল ছিল। এমবাপ্পের জোরালো শট ঠেকাতে মাথা বাড়িয়েছিলেন আজোক। উল্টো বল তাঁর মাথায় লেগে দিক পাল্টে চলে যায় জালে।

জোড়া ধাক্কার পর ২৭ মিনিটে আরেকটি গোল খায় অতিথিরা। এমবাপ্পের অ্যাসিস্টে গোলটি করেন ড্রাক্সলার। বিরতির পর ঘুরে দাঁড়িয়ে দুই গোল শোধ করে স্টার্সবুর্গ। কিন্তু লাভ হলো না তাতে। শেষ দিকে সারাবিয়া আরেকবার জালে বল পাঠালে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় পিএসজির।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৪:৫৯ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:১৮ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!