• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় করোনার রেকর্ড সংক্রমণের মধ্যেই লকডাউনবিরোধী বিক্ষোভ-ধরপাকড়

Avatar
সেন্ট্রাল ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২১ আগস্ট, ২০২১ সংবাদটির পাঠক ১ জন

এনবি নিউজ : অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্ন শহরে আজ শনিবার বিক্ষোভ করছেন লকডাউনবিরোধীরা। এদিকে, দেশটিতে গত এক দিনে করোনাভাইরাসের রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়েছে।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্য মিলে গত এক দিনে ৮৮৬ জনের করোনা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে তিন জনের। দুটি অঙ্গরাজ্য মিলে গত বৃহস্পতিবার সর্বোচ্চ ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়। শনিবার সকালে সে রেকর্ড ভাঙার তথ্য পাওয়া গেল।

অন্যদিকে সিডনিতেও করোনার সংক্রমণ বাড়ছে। দ্রুত সংক্রমণ ছড়ানো ডেলটা-ভ্যারিয়্যান্ট মূলত সিডনি শহরেই শুরুতে দেখা দেয়।

ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপ রুখতে নিউ সাউথ ওয়েলসসহ বিভিন্ন এলাকায় লকডাউন দিয়েছে অস্ট্রেলিয়া।

আজ শনিবার সকালে মেলবোর্নে বিক্ষোভে নামেন লকডাউনবিরোধীরা। সিডনিতে দেড় হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছু কিছু সড়ক অবরুদ্ধ করে যানবাহন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। সিডনিতে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড বলেন, ‘নিউ সাউথ ওয়েলসে আমরা চরম নাজুক পরিস্থিতির মধ্যে আছি। এখন স্বার্থপরের মতো চিন্তা করার সময় নয়, আপনার পরিবার ও আশপাশের সব লোকজনের কথা ভেবে সিদ্ধান্ত নিতেই হবে।’

শনিবার জানা যায়, নিউ সাউথ ওয়েলসে করোনায় আক্রান্ত হয়ে ৫১৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৮৫ জন আইসিইউতে রয়েছেন। যাদের মধ্যে ৭৬ জনই করোনার টিকা দেননি।

কর্তৃপক্ষ জানিয়েছে, অঙ্গরাজ্যটির অন্তত ৯৬ জন করোনা রোগী আক্রান্তের পরও লোকসমাগমে চলাফেরা করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  

নামাজের সময় সূচি

    Dhaka, Bangladesh
    সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
    ওয়াক্তসময়
    সুবহে সাদিকভোর ৫:০১ পূর্বাহ্ণ
    সূর্যোদয়ভোর ৬:২০ পূর্বাহ্ণ
    যোহরদুপুর ১১:৪৫ পূর্বাহ্ণ
    আছরবিকাল ২:৫০ অপরাহ্ণ
    মাগরিবসন্ধ্যা ৫:১১ অপরাহ্ণ
    এশা রাত ৬:৩০ অপরাহ্ণ
error: Content is protected !!
error: Content is protected !!